My B.P.L.T20

বাংলাদেশ প্রিমিয়ার লীগ আগামী ফেব্রুয়ারীতে মাঠে গড়াতে যাচ্ছে। মিডিয়ার কল্যানে এইটা হয়তো সবার জানা। এই টুর্নামেন্টটি ৪০০ কোটি টাকা ব্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজন করতে যাচ্ছে ইন্ডিয়ার গেম-অন স্পোট্স মেনেজমেন্ট। লোকাল মেনেজমেন্ট পার্টনার হিসাবে আছে ইম্পোটেক্স বিডি। আমি বর্তমানে ইম্পোটেক্স বিডির গ্রাফিক্স এন্ড আইটি ডিপার্টমেন্ট এ থাকায় সকল সকল গ্রাফিকাল কাজ আমাকেই করতে হয়েছে। তাছাড়া আমি একটি প্রমো ভিডিও ডেভেলোপ করেছি। ভেডিও টি আপনাদের সাথে শেয়ার করলাম।